মাস্টার মশাই এর বদলী চলবে না এই দাবিতেই ক্ষুদে ছাত্ররা বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের সামনে


বুধবার,০৬/০২/২০১৯
471

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মাস্টার মশাই এর বদলী চলবে না এই দাবিতেই খেুদে ছাত্ররা বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের সামনে। ঘটনাটি খড়গপুর শহরের উপকণ্ঠে চাঙ্গুয়াল প্রাথমিক বিদ্যালয় এর। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সহ কর্মি সংখ্যা মোট ৬ জন। ১৪০ জন ছাত্র প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি অব্দি পড়াশোনা করে এই প্রাথমিক বিদ্যালয়ে। প্রসঙ্গত, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশে অতিসম্প্রতি বদলি হতে হয়েছে প্রধান শিক্ষক প্রশান্ত হাইত ও প্রসেনজিৎ মাইতিকে।

বদলির খবর পেয়ে মঙ্গলবার স্কুল খুললে অভিভাবক সহ বিক্ষোভ দেখাবে কাকে খুদে পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে ফিরিয়ে আনতে হবে দুই শিক্ষককে। একদিকে পঠন-পাঠন অন্যদিকে সংস্কৃতিক মানোন্নয়নে প্রধান ভূমিকা নিয়েছিল এই দুই শিক্ষক। আর এদের বদলিতে ক্ষোভে ফুঁসছে চাঙ্গুয়াল। যদিও এই নিয়ে শিক্ষা দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খুদে পড়ুয়াদের দাবির কাছে শিক্ষা দপ্তরকে হার মানতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়॥

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট