ব্রেন্ডন ম্যাককুলাম আমার ছোটবেলার ‘হিরো’: টিম সেইফার্ট


বুধবার,০৬/০২/২০১৯
609

বাংলা এক্সপ্রেস---

নিউজিল্যান্ড অখ্যাতি উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের বিরুদ্ধে তাঁর প্রথম টি ২০ তে সবার নজর কেড়ে নিলেন। এমনকি একদিনের সিরিজে খ্যাতনামা ব্যাটসম্যানরা যা করে দেখতে পারলেন না, প্রথম সুযোগেই তিনি তা করে দেখালেন। ওয়েলিংটনের মন্থর পিচে তিনি ৪৩ বলে ৮৪ রানের একটা অবিস্বরণীও ইনিংস খেললেন সেইফার্ট। এই ইনিংসটিই নিউজিল্যান্ডকে ম্যাচটি জেতার পথ প্রশস্ত করে দিল। তিনি কলিন মুনরোর সঙ্গে প্রথম উইকেটের জন্য ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

শুধু ব্যাটেই নয়, ফার্গুসনের বলে উইকেটের পিছনে ভুবনেশ্বর কুমারের এক অসাধারন ক্যাচ ধরেন সেইফার্ট। নিউজিল্যান্ড প্রথম টি ২০ ম্যাচটি ৮০ রানে জিতে নেয় এবং সেইফার্ট ‘ম্যান অফ দা ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি জানান, ব্রেন্ডন ম্যাককুলাম ছিলেন তাঁর ছোট বেলার ‘হিরো’ এবং ছোট বেলা থেকে তিনি ম্যাককুলামকেই অনুসরন করে আসছেন। তাঁর ব্যাটিং ম্যাককুলাম মতোই আগ্রাসী। এই ব্যাটিংয়ের মধ্যে দিয়ে তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় ‘ম্যাককুলাম’ হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার!

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট