নিউটাউনে শুরু দু’দিনের শিল্প সম্মেলন। আমন্ত্রিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
4131

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ থেকে শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ।আজ শিল্প সন্মেলন ঘিরে সেজে উঠেছে  নিউ্টাউনের বিশ্ববঙ্গ কনভেনশান সেন্টার। রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা এর আগে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের কাছে বাংলায় লগ্নির বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেছেন ইতালি, জার্মানি, ইউরোপের দেশগুলিতে। যাতে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন।শিল্পপতিদের কাছে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বার্তা, বাংলায় আসুন। বিনিয়োগ করুন। আজকের সন্মেলনে উপস্থিত ৩৬ দেশের প্রতিনিধিরা। এই সন্মেলনে উপস্থিত আদানি গোষ্ঠীর কর্তারা। নিউটাউনে ২ দিন ধরে চলবে এই সন্মেলন। রাজ্যে আরও বিনিয়োগ টানতে এই উদ্যোগ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট