ইডেন পার্কেও কী রানের ফুলঝুরি উড়তে চলেছে?


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
511

বাংলা এক্সপ্রেস---

আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ভারতের সামনে সুযোগ আছে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর, কারন এই মাঠে নিউজিল্যান্ডের ম্যাচ জেতার রেকর্ড ভাল নয়। নিউজিল্যান্ড এখানে মোট ১৭ টি ম্যাচ খেলেছে, জিতেছে মাত্র ৬টিতে এবং হেরেছে ৯টি ম্যাচে। নিউজিল্যান্ড এখানে শেষ ৫টা টি ২০ ম্যাচ খেলেছে কিন্তু জিতেছে মাত্র ১টিতে। এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর ২৪২ রান করেও হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে।

এই ম্যাচে ভারত কূলদীপ যাদবকে প্রথম একাদশে আনতে পারে। এই মাঠে পেসারদের থেকে স্পিনাররা বেশি সহায়তা পেয়েছে।মিডিল ওভারে কূলদীপ ৯ ইনিংসে মোট ১৮টি উইকেট পেয়েছেন। কূলদীপের খেলানোর পিছনে এটি একটি কারন হতে পারে।অন্যদিকে নিউজিল্যান্ডের ওপেনাররা দলের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম টি ২০ তে টিম সেইফার্ট ম্যান অফ দা ম্যাচ ছিলেন। নিউজিল্যান্ড টিম তাঁর কাছ থেকে আবারও আরেকটি পারফর্মেন্স আশা করবে। অন্যদিকে ‘টি ২০ স্পেশালিস্ট’ কলিন মুনরো তো আছেন ই। এই মাঠে মুনরোর ২১৫ রও উপরে স্ট্রাইক রেট। এই মাঠে গড় স্কোর হল ১৯২। সুতরাং আগামীকাল আবারও রানের ফুলঝুরি ঝরতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট