নিজস্ব প্রতিবেদন; গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। বছরের এই কটা দিন কপত কপোতিদের কাছে খুব স্পেশাল। বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার ফলে দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড সংলগ্ন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টি হতে পারে। স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগছে তাদের মনে কেমন কাটবে ভ্যালেনটাইন ডে?। এই কদিনের প্লান জল ঢেলে দিতে পারে বৃষ্টি সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । তবে সেইসব কথা ভুলে প্রিয় মানুষের সাথে এই কটা দিন সমস্ত মুহুর্তকে স্পেশাল করে তুলতে ব্যাস্ত কপত কপোতীরা।
কেমন কাটবে ভ্যালেনটাইন ডে?
শুক্রবার,০৮/০২/২০১৯
621
বাংলা এক্সপ্রেস---