আমতায় দামোদর নদ পূজনে সংস্কারভারতী


শুক্রবার,০৮/০২/২০১৯
488

আক্তারুল খাঁন---

হাওড়া: সংস্কারভারতী আমতা শাখার উদ্যোগে পরিবেশ রক্ষার্থে সামাজিক দায়বদ্ধতার জন্য আয়োজিত হল দামোদর নদ পূজন।হাওড়া জেলার আমতা বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল চাষবাসের জন্য সকলের কাছে সুবিদিত এবং এখানকার চাষবাসের প্রানভোমরা হল দামোদর নদ।বর্ষাকালে দামোদরের বন্যায় প্লাবিত হয় মাঝেমাঝে এই অঞ্চল, তবুও রবিশষ্য, বোরোধান চাষের জন্য দামোদর নদই প্রধান ভরসা আমতাবাসীর। কথিত আছে সতীর মালাইচাকি পতনের ফলে এখানকার জাগ্রত দেবী মা মেলাইচন্ডী নামে সতীপীঠের অবস্থান হয়েছে এই দামোদরের তীরে।

তাই দামোদর নদ আধ্যাত্মিক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।তাই দামোদর নদের পূজনের মাধ্যমে প্রকৃতির উপাসনা করে প্রকৃতির কোপ স্বরূপ দামোদরের ভয়াবহ বন্যা থেকে রক্ষা পাবার জন্যই এই দামোদর নদ পূজন বলে জানান সংস্কার ভারতীর আমতা শাখার সদস্যা তমসা চট্টোপাধ্যায় ।আসলে দামোদরের চর থেকে অবৈধভাবে বালি তোলা সহ বিভিন্ন উপায়ে মানুষ প্রকৃতির উপর যেভাবে অনাচার করে চলেছি তাতে প্রকৃতির ভয়াল রোষে পড়াটাই স্বাভাবিক। তাই নদীতে প্লাস্টিক ফেলা বন্ধ হোক, নদীর জলে দূষিত বর্জ্য ফেলা বন্ধ হোক, নদীর জল স্বচ্ছ ও স্নিগ্ধ পবিত্র হোক এই কামনা নিয়েই প্রতিবছর দামোদর নদ পূজন এর আয়োজন করেন বলেই জানিয়েছেন সংস্কার ভারতী আমতা শাখার সদস্যারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট