বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় সংগ্রহশালার কিছু তথ্য জেনেনিন


শনিবার,০৯/০২/২০১৯
926

বাংলাএক্সপ্রেস---

দেগঙ্গা:উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা থানার বেড়াচাঁপার চন্দ্রকেতুগড় সংগ্রহশালার কিছু তথ্য:

১.সকাল ১০ঃ৩০ মিনিট থেকে বিকাল ৪ঃ৩০ মিনিট অবধি জনসাধারণের জন্য খোলা থাকবে।

২.ভিতরে কোন ক্যামেরা ও মোবাইলে ফটো তোলা যাবে না।

৩.প্রবেশ মূল্য সকলের জন্যে ২০ টাকা করা হয়েছে।(তবে এটা প্রশাসনিক মহলে এখনও সঠিক সিদ্ধান্ত হয়নি।)

৪.সংগ্রহশালায় রত্রে থাকার ব্যবস্তা আছে।
(গেষ্ঠ হাউসের নিদিষ্ট মূল্য নিধারণ হয়নি এখনও)

৫.সকলের সুবিধার জন্যে একটি ক্যান্টিন ও থাকবে।

৬.সপ্তাহে ছয় দিন খোলা থাকবে।সোমবার সংগ্রহশালা বন্ধ থাকবে।

বিঃদ্রঃ – সমগ্র বিষয়টি সরকারী সূত্র অনুসারে, এটির পরিবর্তন হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট