শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস এর মধ্যে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হল বিপিএলের ষষ্ট আসরের।শের ঈ বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লার কাছে হেরে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হয় ঢাকা ডাইনামাইট দলকে।তবে ব্যটে-বলে অসাধারণ নৈপুন্যের কারণে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি নিজের পকেটে পুরেছেন সাকিব আল হাসান।ঢাকার দলপতি সাকিব ১৫ ম্যাচে ৩০১ রান করেন।অন্যদিকে বোলিংয়েও সমান সফল।তুলে নিয়েছেন ২৩ টি উইকেট।এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো বিপিএল সেরার শিরোপা পেলেন।
২০১৯ বিপিএল সিজনে টুর্নামেন্ট সেরা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
শনিবার,০৯/০২/২০১৯
505
বাংলাএক্সপ্রেস---