অস্ট্রেলিয়ার সহকারি কোচের দায়িত্বে রিকি পন্টিং


শনিবার,০৯/০২/২০১৯
557

বাংলাএক্সপ্রেস---

সিডনি:আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সহকারি কোচের দায়িত্ব দেওয়া হল তিনবারের বিশ্বকাপ জয়ী প্লেয়ার রিকি পন্টিংকে।প্রধান কোচের দায়িত্ব পালন করছেন জাস্টিন ল্যাঙ্গার।তিনবারের মধ্যে দুটিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলান রিকি।দুবাইয়ে পাকিস্থানের বিরুদ্ধে একদিনের সিরিজের পর পন্টিং সহকারি হেডস্যার হিসাবে যোগ দেবেন।তার প্রধান কাজ হবে গেমপ্লান তৈরি করা।২০১৫ সালে আপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেন পন্টিং।এবং ওই বছরেই মুম্বই দল চাম্পিয়ন হয়।রিকির সহকারি হিসাবে পাওয়ার পর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন,’ওঁর যোগদানে আমি সত্যিই এক্সাইটেড।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট