কেশিয়াড়ি তে পুজো উদ্বোধনে পরিবহন ও পরিবেশ মন্ত্রী


রবিবার,১০/০২/২০১৯
451

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে কেশিয়াড়ি সরস্বতী পুজার উদ্বোধনে পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।মঞ্চ থেকে গরিবদের বস্ত্র বিতরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রি প্রদান মন্ত্রীর। ফিতে কেটে সরস্বতী পুজার উদ্বোধন হয় কেশিয়াড়ি টাইগার ক্লাবের সরস্বতী পুজার। ২৬ তম বর্ষের টাইগার ক্লাবের মন্ডপ ও প্রতিমার থিম রাঙামাটি। মন্ডপ সেজেছে পরিবেশ বাস্তুতন্ত্রের আদলে। মন্ডপের থিম একদমই ভিন্ন স্বাদের ও পরিবেশ বান্ধব।

এই পরিবেশ সচেতন হওয়ার কারণে পরিবেশ দপ্তর থেকে এক লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা মন্ত্রীর। মন্ত্রী বলেন-“আমি সনাতন হিন্দু ব্যক্তিগতভাবে,কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মানুষের কাছে আমার ধর্ম মানব ধর্ম।” মুখ্যমন্ত্রীর কথা তুলে বলেন- “ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার।” ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন- “এভাবে পরিবেশ বান্ধব ভাবে আমরা আমাদের পুজাকে এগিয়ে নিয়ে যেতে চাই।” বস্ত্র বিতরণী ও শিক্ষা সামগ্রী বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট