নিজস্ব প্রতিবেদন ঃ সিরিজের শুরু থেকেই ভারতকে ভোগাচ্ছে অনভিজ্ঞ বোলিং লাইন আপ। বোলারদের এই পারফরম্যান্সের জন্য ভারতের সামনে ২১৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এদিন ভারতীয় দল। মাত্র ৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান। দলের অধিনায়ক জুটি বেঁধে দলকে সুবিধাজনক জায়গায় এনে দিলেও শেষ রক্ষা হল না। টিম সাউদির করা শেষ বলে কার্তিক ছয় মারলেও লাভ হয়নি। শেষ পর্জন্ত ভারত এর ইনিংস শেষ হয়ে যায় ২০৮ রানে।
বিদেশের মাটিতে সিরিজ হাতছাড়া ভারতের
সোমবার,১১/০২/২০১৯
1190
বাংলা এক্সপ্রেস---