- নিজস্ব প্রতিবেদন ঃ বাতাসে প্রেমের আমেজ, । শীতের শুভ্রতার চাদর গায়ে মেখে ঋতুরাজ বসন্তের আগমন। আমরা সকলেই জানি শুরু হয়ে গিয়েছে প্রেমের দিন। সামনেই ১৪ ই ফেব্রুয়ারী। এই ভ্যালেন্টাইন ডে তে প্রিয়জনকে স্পেশাল উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে অনেকে। স্মৃতি আর উষ্ণতার আবহ। কিছু কিনে দিতে মন চায়। তার জন্য পরিকল্পনা শুরু হয় অনেক আগে থেকেই। উপহারের তালিকায় রাখতে পারেন কফি মগ, ফোটো ফ্রেম বা ফুলদানি এই দিনের ভাল উপহার। তবে প্রিয় মানুষের ছবি দেওয়া কফি মগ কয়েক বছর ধরেই এমন দিনের উপহারের রেওয়াজে জায়গা করে নিয়েছে। বেছে নিতে পারেন তেমন বিকল্পও।
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
সোমবার,১১/০২/২০১৯
966
বাংলা এক্সপ্রেস---