পশ্চিম মেদিনীপুর: গতরাতে আগুনে পুড়ে মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে দুই জন মহিলা রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঘাটাল থানার কিসমৎ কোতলপুরে। পুলিস সূত্রে জানাগেছে, মৃতরা শ্রমিক। কাজ করতে আসা দুই দম্পতি এক খড়ের চালায় ছিলেন। সেই চালায় আগুন লেগেই দুজন মহিলা সহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার পূর্নাঙ্গ তদন্তে ঘাটাল পুলিস।
ঘাটালে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের
সোমবার,১১/০২/২০১৯
469
বাংলা এক্সপ্রেস---