চিল্কীগড় মা কনক দূর্গা ওয়েলফেযার সোসাইটির পক্ষ থেকে পরীক্ষার্থীদে দেওযা হল পেন ও ওযারেসের প্যাকেট


মঙ্গলবার,১২/০২/২০১৯
396

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।চিল্কীগড় মা কনক দূর্গা ওয়েলফেযার সোসাইটির পক্ষ থেকে সমীর ধল চিল্কীগড় ঈশ্বরচন্দ্র শিক্ষায়তনে অগত সমস্ত পরীক্ষার্থীদের দেওযা হল পেন ও ওযারেসের প্যাকেট।এবার ঝাড়গ্রাম জেলায় ১৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে। তার মধ্যে ছাত্র ৬ হাজার ৯৩৯ জন এবং ছাত্রী ৮ হাজার ১৫০ জন। গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৬৩২ জন।

জেলায় এবার মোট ৩৩ টি পরীক্ষাকেন্দ্র হচ্ছে। তার মধ্যে ২৩টি মূল পরীক্ষাকেন্দ্র (মেন ভেনু) এবং ১০টি উপ পরীক্ষাকেন্দ্র (সাব ভেনু)। জেলার প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ঝাড়গ্রাম জেলায় এই প্রথম সরকারি ভাবে বাসের ব্যবস্থা করল জেলা প্রশাসন। যে সব জায়গায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, সেইসব জায়গায় সরকারি ভাবে বাস বা ছোট গাড়ির সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট