১২ ফেব্রুয়ারি বুধবার থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে। ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে নেপিয়ারে খেলা শুরু হওয়ার কথা।আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে উভয় দলের কাছে একদিনের এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই সিরিজে যারা ভালো পারফর্ম করবে বিশ্বকাপের আগে তারা অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ২০১৯ এর ক্রিকেট মহারণে যোগ দিতে পারবে। ইতিমধ্যেই উভয় দেশ প্রাথমিক দল ঘোষণা করেছে। বাংলাদেশ প্রাথমিক দলে রয়েছেন ১৫ জন সদস্য। অপর দিকে নিউজিল্যান্ড দলে ১৩ জনকে রাখা হয়েছে।একদিনের সিরিজে বাংলাদেশ ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরে অসাধারণ পারফর্ম করে আসছে।তবে দেখার বিষয় নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে টাইগাররা কতটা কি করতে পারে।
প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড
বুধবার,১৩/০২/২০১৯
617
বাংলাএক্সপ্রেস---