নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে টাইগার বধ কিউইদের


বুধবার,১৩/০২/২০১৯
538

নেপিয়ার:ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দাপুটে জয় পেল নিউজিল্যান্ড।৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে।৪৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩২ রান তুলতে সক্ষম হয় তারা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ মিঠুন।মোহাম্মদ সাইফুদ্দিন করেন ৪১ রান।২৩৩ রানের জয়ের সহজ লক্ষ মাত্রা নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড।৪৪.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে তারা।কিউই ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল অসাধারণ সেন্চুরি হাঁকান।১১৭ রান করে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।হেনরি নিকোলাস ৫৩ রানের ইনিং খেলেন।৪৫ রান করে অপরাজিত থাকেন রস টেলরও।নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও মিচেল শান্টনার ৩ করে উইকেট তুলে নেন।২ টি উইকেট নেন ম্যাট হেনরি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট