পথ দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার কর্মাধক্ষ্যের


বুধবার,১৩/০২/২০১৯
444

বাংলা এক্সপ্রেস---

রেজিনগরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার কর্মাধক্ষ্যের। মৃত ভূমি ও ভূমি সংস্কারের কর্মাধক্ষ্যের নাম মোসারফ হোসেন মন্ডল(৫৮)। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার বেলডাঙ্গা ২নং পঞ্চায়েত সমিতির সামনের ৩৪নং জাতীয় সড়কের উপরে। মৃত মোসারফ হোসেন রেজিনগর থানার তকিপুর এলাকার বাসিন্দা। এদিন দুপুরে তকিপুর নিজের বাড়ি থেকে বেলডাঙ্গা ২নং পঞ্চায়েত সমিতির অফিস আসার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেড়িয়েছিলেন।

বাইক নিয়ে বেড়িয়ে আসার সময় ৩৪নং জাতীয় সড়কের উপর দিয়ে আসা একটি ছোট গাড়ি পিছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় প্রথমে বেলডাঙ্গা গ্রামীন হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আসার কিছুক্ষনের মধ্যেই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতের ভাইপো ফিরোজ মন্ডল জানিয়েছেন এর আগেও মোসারফ হোসেন মন্ডল দুই বারের পঞ্চায়েত প্রধান ছিলেন। ভূমি ও ভূমি সংস্কার কর্মাধক্ষ্যের মৃত্যর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট