জো রুটকে স্লেজ করার জন্য সাসপেন্ড হলেন শ্যানন গ্যাব্রিল


বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
562

বাংলা এক্সপ্রেস---

সেন্ট লুসিয়াতে তৃতীয় টেস্ট চলাকালীন ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে স্লেজ করার জন্য ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বোলার শ্যানন গ্যাব্রিলকে চারটে একদিনের ম্যাচে সাসপেন্ড করা হল। গ্যাব্রিল ও রুটের মধ্যে চরম বাক্য বিনিময় হয়, যেখানে রুটকে শেষপর্যন্ত বলতে শোনা যায়, “এটাকে অপমান হিসাবে নেবে না, সমকামি হওয়ার মধ্যে কোন অপরাধ নেই।”

আম্পায়ার কুমার ধর্মসেনা এবং রড টাকার আইসিসির ২.১৩ ধারা অনুসারে গ্যাব্রিলের বিরুদ্ধে ব্যবস্থা নেন একজন খেলোয়াড়কে ব্যাক্তিগত ভাবে হেনস্থা করার জন্য। গ্যাব্রিলের ৭৫% ম্যাচ ফি কাটা হয়েছে এবং ৪টি একদিনের ম্যাচে সাসপেন্ড করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য প্রথম একাদশে জায়গা প্রায় পাকা হয়ে গিয়েছিল কিন্তু সাস্পেন্ড হওয়ার জন্য একদিনের সিরিজ হাতছাড়া হয়ে গেল গ্যাব্রিলের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট