সংসদে চিটফান্ড কান্ডে তৃণমূলের প্রতি তীব্র আক্রমণ মহম্মদ সেলিমের


বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
328

বাংলাএক্সপ্রেস---

চিটফান্ড কাণ্ডে তৃণমূলের প্রতি তীব্র আক্রমণ শানালেন সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম।তিনি বলেন,২০০২ সালে বামফ্রন্ট সরকার ‘চিটফান্ড নিষিদ্ধকরণ বিল’ তৈরী করে।কিন্তু তখন কেন্দ্রে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির জোট থাকায় বাজপেয়ী সরকার সেই বিলে সায় দেয়নি।বিলটি পাশ হলে লক্ষ লক্ষ মানুষকে সর্বহারা হতে হতো না।তৃণমূলের সকল চোরেদের সম্পত্তি-অট্টালিকা নিলাম করে বিক্রী করে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে বলে দাবী করেন সিপিএম সাংসদ।
মমতা ব্যানার্জি চিটফান্ডের টাকাতেই মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তাঁর অভিযোগ।তিনি বলেন,তৃণমূল কংগ্রেস হলো চোর-চিটিংবাজদের দল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট