ঝাড়গ্রাম: আট জনকে জখম করে অবশেষে ধরা পড়ল নেকড়ে। বৃহস্পতিবার শিমূলডাঙা, ঘৃতখাম, জারুলিয়া, পসড়ো, কুন্দলডিহি গ্রামে নেকড়েটি হানা দেয়। নেকড়ের আক্রমণে জখম আট জনের মধ্যে চারজন মহিলা। তাঁরা হলেন মলিনি মাহাত, সুশীলা মাহাতো, বালিকা মাহাতো ও সরস্বতী সিং। এঁদের মধ্যে ২৭ বছরের মলিনি গুরুতর জখম হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনের চিকিৎসা চলছে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে।
আট জনকে জখম করে অবশেষে ধরা পড়ল নেকড়ে
বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
493
বাংলা এক্সপ্রেস---