১১৮ তম ঊরুষ উৎসবে যোগ দিতে মেদিনীপুর শহরে এলো বাংলাদেশ থেকে তীর্থযাত্রীবাহি বিশেষ ট্রেন


সোমবার,১৮/০২/২০১৯
518

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ১১৮ তম ঊরুষ উৎসবে যোগ দিতে মেদিনীপুর শহরে এলো বাংলাদেশ থেকে তীর্থযাত্রীবাহি বিশেষ ট্রেন। আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষার্থে বছরের পর বছর থেকে ফেব্রুয়ারি মাসের এই বিশেষ দিনে আসে বাংলাদেশি তীর্থযাত্রীরা। এবছর বাংলাদেশ থেকে এসেছে ২২৫৩ জন তীর্থযাত্রী , এর মধ্যে পুরুষ রয়েছেন ১২০৩ মহিলা ৯৬৩ ও শিশু ৮৭ জন। ফেব্রুয়ারি ১৫ তারিখ বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেনটি ভারতের উদ্দেশ্যে ছাড়ে। ১৭ তারিখ সকাল ছটা পাছে মেদিনীপুর স্টেশনে পৌঁছে তীর্থযাত্রীবাহী এই ট্রেনটি।

১৭ এবং ১৮ তারিখ মেদিনীপুর শহরের জোড়া মসজিদ এর মওলা পাক উরুষ উৎসবে যোগ দেবেন বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীরা। প্রসঙ্গত মুসলিম সম্প্রদায়ের কাছে মেদিনীপুরের জোড়া মসজিদ এক বিশেষ তীর্থস্থান।বিশ্বে পুণ্য অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে মক্কার পরেই মেদিনীপুর মাওলাপাকের স্থান। প্রতিবছরই ঊরুষ উৎসবকে ঘিরে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে চোখে পড়ার মতো। আর এই দুদিনের ভারত যাত্রা দু’দেশের মধ্যে আর্থসামাজিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলেই মত বাংলাদেশী তীর্থযাত্রীদের॥

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট