নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রায় এক কিলোমিটার পথ গড়িয়ে পার হলেন শিলদার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক


সোমবার,১৮/০২/২০১৯
437

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: পুলওয়ামায় নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রায় এক কিলোমিটার পথ গড়িয়ে পার হলেন শিলদার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক।সোমবার দুপুরে শিলদা-বাঁকুড়া রাজ্য সড়কের উপর শুয়ে গড়িয়ে গড়িয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা গেলেন তিনি।

স্থানীয় যুবক কার্তিক মল্লিক ও বর্ষীয়ান সমাজসেবী বৈকুণ্ঠ মাহাতো সঙ্গী হয়েছিলেন তাঁর। হাতে জাতীয় পতাকা নিয়ে বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে এই দুজন হেঁটে যান গোকুলানন্দবাবুর সঙ্গে।বেলপাহাড়ি ব্লকের শিলদার বাসিন্দা গোকুলানন্দ লাহা। অবসরপ্রাপ্ত এই প্রাথমিক শিক্ষক বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষও ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট