পশ্চিম মেদিনীপুর: ফের পশ্চিম মেদিনীপুর জেলায় বড় অভিযান আবগাড়ি দপ্তরের। খড়গপুর লোকাল থানার অন্তর্গত পোলগেরিয়া ও বরগোকুলপুর গ্রামে দীর্ঘদিন ধরেই বেআইনি চুলায় কারবারের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি সুপার একলব্য চক্রবর্তীর নেতৃত্বে পোলগেরিয়া ও বরগোকুলপুর গ্রামে অভিযান চালায় আবগারি দপ্তর। নষ্ট করা হয় কয়েক শ লিটার বেআইনি চোলাই বাজেয়াপ্ত করা হয় প্রায় চার হাজার লিটার চোলাই তৈরির সরঞ্জাম। পাশাপাশি জেলার পিংলা থানার টুংগুর গ্রামেও বেআইনি চোলাই এর ঠেকে অভিযান চালায় আবগারি দপ্তর।
ফের পশ্চিম মেদিনীপুর জেলায় বড় অভিযান আবগাড়ি দপ্তরের
মঙ্গলবার,১৯/০২/২০১৯
504
বাংলা এক্সপ্রেস---