আবারও শহরে ঘরের মধ্যে মৃতদেহ আগলে রাখার ঘটনা


বুধবার,২০/০২/২০১৯
634

বাংলা এক্সপ্রেস---

আবারও শহরে ঘরের মধ্যে মৃতদেহ আগলে রাখার ঘটনা। সরশুনা থানার অন্তর্গত রাখাল মুখার্জী রোডের 3 তলারএকটি ফ্লাটে ছেলে দেবাশিস চ্যাটার্জী র মৃত দেহ আগলে রাখল বাবা, মা ও বোন। আজ সকাল থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকায় এলাকার মানুষ সরশুনা থানায় খবর দেয়। তারপর সরশুনা থানার পুলিশ এসে দেহ টি উদ্ধার করে।

মৃত ব্যক্তির বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা জানতে পারে ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, আর্থিক অভাবে সঠিক চিকিৎসা করাতে পারেননি।মৃত ব্যক্তির বাবা রবীন্দ্রনাথ বাবু জানান ছেলের বয়স প্রায় 57 বছর, পুলিশের অনুমান এই ব্যক্তি কম করে দু তিন দিন আগে মারা গেছে এবং পরিবারের কেউই মানসিক ভাবে সুস্থ নয়। মৃত দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তে সরশুনা থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট