কংসাবতী ক্যানেলের কাজ নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ইঞ্জিনিয়ারদের একহাত নিলেন সাংসদ মানস রঞ্জন ভুইয়া


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
505

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কংসাবতী ক্যানেলের কাজ নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ইঞ্জিনিয়ারদের একহাত নিলেন সাংসদ মানস রঞ্জন ভুইয়া। কেনো একটি প্রকল্পের কাজ বছরের পর বছর ধরে হবে, প্রশ্ন তুললেন তিনি। গ্রীষ্মকালে চাষের জন্য মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুরে কংসাবতী নদী থেকে এনিকেট বাঁধের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকের কৃষকদের সুবিধার্থে ক্যানেপের মাধ্যমে জল নিয়ে যাওয়া হয়।

এর মাধ্যমে কয়েক হাজার কৃষক উপকৃত হন। আর তাই এই ক্যানেলটি সংস্কারের জন্য ১১৭ কোটি বরাদ্দ করা হয়েছে সেচ দফতরের উদ্যোগে। আর এর ক্যানেলের সংস্কারের কাজ বছরের পর বছর ধরে চলছে। আর এ নিয়েই এবার সরাসরি ইঞ্জিনিয়ারদের একহাত নেন সাংসদ মানস ভুইয়া। মেদিনীপুরের জেলা পরিসদ হল এ কৃষি দফতরের বৈঠকে এই অভিজোগ তোলেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট