বাংলাএক্সপ্রেস, ওয়েবডেস্কঃবলিউডের রিমিক গান নিয়ে মুখ খুললেন লতা মঙ্গেশকর। উল্লেখ্য এদিন মুক্তি পেয়েছে টোটাল ধামাল সিনেমাটি। সেখানে উষা মঙ্গেশকারের গাওয়া মুঙ্গড়া গানের রিমিক্ম গানটি চলচিত্রে জায়গা করে নিয়েছে। রিমেক গানটি গেয়েছেন জ্য়োতিকা টংরি, শান ও শুভ্র গাঙ্গুলি। গানটির রিমেকে পা মিলিয়েছেন সোনাক্ষী। কিন্তু, রিমেক করা এই গান একেবারেই পছন্দ হয়নি লতা মঙ্গেশকরের। লতা মঙ্গেশকরের মতে বলিউড মৌলিক চিন্তার অভাবে ভুগছে। গানের রিমেক ব্যাপারটাই তাঁর অপছন্দ। এর পরেই সিনেমাটির অন্যতম প্রধান চরিত্র অজয় দেবগন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বললেন, “লতাজি অনেক সিনিয়র মানুষ। তাই এই গান শুনে যদি ওঁর খারাপ লেগে থাকে তাহলে আমাদের এসে উনি চড়ও মারতে পারেন। ওঁর সেই অধিকার আছে। উনি আমাদের বকতেও পারেন। আমাদের কাজে যদি ওঁর খারাপ লেগে থাকে তাহলে আমরা ক্ষমা চাইতেও রাজি আছি।” পাশাপাশি তিনি আর বলেন, “অনেক মানুষই গানের রিমেক তৈরি করেন। তাঁরা এভাবে ভাবতে নাও পারেন। উল্লেখ্য ‘টোটাল ধামাল’ সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, বোমান ইরানি সহ আরও অনেকে। ফলে হল কাঁপানোর আগে ছবিটি নিয়ে বলি পাড়া বেশ উতপ্ত তা বলার অপেক্ষা রাখে না।
বলিউড মৌলিক চিন্তার অভাবে ভুগছে! লতা
শুক্রবার,২২/০২/২০১৯
4007