জেসিপির ধাক্কায়, ইট ভাটায় মৃত্য এক শ্রমিক


শুক্রবার,২২/০২/২০১৯
505

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ ইট ভাটায় জেসিপির ধাক্কায় মৃত্য হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তহিদুল খান(৫০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হরিহরপাড়া থানার সাহাজাদপুর ইট ভাটাতে। সূত্রের খবর এদিন সকালে হরিহরপাড়ার চোয়া এলাকার বাসিন্দা মৃত শ্রমিক তহিদুল খান ইট ভাটাতে আসেন কাজ করতে। সেই সময় ইট ভাটায় মাটি কাটার কাজ চলছিল জেসিপি দিয়ে। আচমকায় জেসিপি টি ওই শ্রমিককে ধাক্কা মারে।

ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল কলেজ হাসপাতালে আসার পথেই মৃত্য হয় ওই শ্রমিকের। মৃতার পরিবার ইটভাটার মালিকের কাছে ক্ষতি পূরনের দাবী তোলে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট