উলুবেড়িয়ায় পুলিশের ভ্যানের ধাক্কায় জখম ১০ পথচারী


শনিবার,২৩/০২/২০১৯
452

আক্তারুল খাঁন---

হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ধাক্কায় আহত ৭ পথচারী।গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া সিজবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের একটি ভ্যান‌ উলুবেড়িয়া মহকুমা আদালতে আসামী নিয়ে আসার সময় সিজবেড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইসক্রিম বিক্রেতা, একজন সাইকেল আরোহী সহ বেশ কয়েকজনকে ধাক্কা মেরে একটি ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় ৭ জন পথচারী।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর দূর্ঘটনাগ্রস্থ ভ্যানে কোনোভাবে আগুন লেগে গেলে স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে দেন। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। চালকের বিরুদ্ধে বিপদজনক ভাবে গাড়ি চালানোর জন্য প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেইনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট