রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল সেক্রেটারি ভারতে আসছেন


শনিবার,২৩/০২/২০১৯
3240

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহে রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিকটোভ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ভারতে আসছেন। সূত্রের খবর পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে ভারতের আসছেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা আধিকারিক৷ সীমান্ত পেরিয়ে হামলাতে পাকিস্তানের কোনও যোগ রয়েছে কিনা সেইসব কিছু নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, গত শুক্রবার রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল চিফ পাত্রুশেভের সঙ্গে অজিত দোভালের কথা হয়৷ কাশ্মীরে পুলওয়ামা হামলার পরে পি-৫ রাষ্ট্রের মধ্যে রাশিয়ার ভেনেটিকটোভ প্রথম শীর্ষ আধিকারিক যিনি ভারতে আসতে চলেছেন৷ ইতিমধ্যেই আমেরিকা এবং ফ্রান্সের সিকিওরিটি কাউন্সিলের পক্ষ থেকে এই পুলওয়ামা হামলা নিয়ে দোভালের সঙ্গে আলোচনা হয়েছে৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুলওয়ামা হামলা নিয়ে চিঠি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ পুলওয়ামার পাশাপাশি রাশিয়া-ভারতের বিনিয়োগ নিয়েও আলোচনা হয় বলে জানা যায়৷ পাকিস্থান নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের কি রণনীতি হয় সে দিকে নজর বিশ্বের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট