ডাম্পারের ধাক্কায় মৃত্যু প্রতিবন্ধী বৃদ্ধের


শনিবার,২৩/০২/২০১৯
399

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পরিবার সুত্রে দাবি, সকালে নদীতে স্নান করতে গেলে নদীর পাড় বাঁধাইয়ের জন্য বোল্ডার সরবরাহের ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়। ঘটনা কেশিয়াড়ি থানার ডাডরা গ্রামের। মৃতের নাম অনাদি ঘোষ(৭১)। প্রসঙ্গত সুবর্নরেখা নদীর পাড়ে সরকারী উদ্যোগে নদীর পাড় বাঁধানোর কাজ চলছে। আর সেই কাজের জন্য বোল্ডার সরবরাহ করতে আসা ডাম্পার ধাক্কা মারে এক প্রতিবন্ধী বৃদ্ধকে।

জানা গিয়েছে, প্রতিদিনই ওই বৃদ্ধ প্রাতকর্ম ও স্নানের জন্য নদীর পাড়ে যেতেন। আজ সকাল ৮ টা নাগাদ তিনি বাড়ি থেকে গেলে নদীর পাড়ে ঘটে এই দূর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খড়্গপুর চাঁদমারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ওই ডাম্পারটিকে আটক করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট