পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়ি থেকে 1 কোটি ব্যয়ে তৈরি হবে বাস স্ট্যান্ড,সাজবে আলোকসজ্জায়। ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেশিয়াড়ি তে পশ্চিম মেদিনীপুর সবলা মেলার উদ্বোধনে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সুচনা হয় সবলা মেলার। কেশিয়াড়ি থেকে মেদিনীপুর ও কেশিয়াড়ি থেকে হলদিয়া দুটি রুটে নতুন স্টেট বাসের শুভ সুচনা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেশিয়াড়িতে বাস স্ট্যান্ড ও আলোকে সাজানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এদিনের সবলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা পরিষদের সভাপতি উত্তরা সিংহ হাজরা, সৌমেন মহাপাত্র প্রমুখ। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জনসাধারণের স্বার্থে বাজারে বাস স্ট্যান্ড তৈরির আশ্বাস দেন মন্ত্রী। জেলার প্রায় পঞ্চাশ টি স্বসহায়ক দল থেকে স্টল দেয় মহিলারা। দুদিন ব্যপি এই অনুষ্ঠানে সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়।