শুধু তুই
তুই বললে বৃষ্টি গুলো
কাচের ঘরে আলতো ছুল
তোর হাসির ওই মিষ্টি ছোয়ায়,
হাওয়ায় দোলে জানলাগুলো
চোখের কোনে জল এলে তোর,
মুছিয়ে দেব খুব যতনে
ভালোবাসায় ছোটটো ঘরে
আদরগুলো খুব গোপনে
অনেক রাত হলতো!
রাতের শব্দ গুলো শুনলি?
তোর বুকের বাপাশের মতো,
কান পেতে শুনছি বললি!
আমার এলো চুলে তুই ডুবে যাস
আর তোর গরম নিশ্বাসে আমি
কপালে আলতো চুম্বনে তোর,
পিঠে কত আঁকিবুঁকি কাটি
তাইতো প্রতিটা রাতে তোকে চাই,
চেনা গন্ধে তোকে মাখি…
তোর জন্য কবিতারা সব
আসছে বারেবার
তোর জন্য পাগল এ মন
দিচ্ছে পারি ইচ্ছে পাহাড়।
শহর ঘিরে ব্যস্ত জীবন
নিস্তব্ধতা খুজে চলেছি দুজনে,
নেশাগ্রস্থ হয়েছি আমরা
নিকোটিনে নয় চুম্বনে…