শুরু হল কবিতা উৎসব


রবিবার,২৪/০২/২০১৯
1066

বাংলা এক্সপ্রেস---

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শুরু হল বাংলা ভাষার সব থেকে বড় কবিতা উৎসব। শনিবার রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সাংসদ সুগত বসু, রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন প্রমুখ। এদিন জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, কাজী সব্যসাচী সহ বিশিষ্ট কবি ও আবৃত্তিকারদের নামাঙ্কিত সম্মান প্রদান করা হয় বর্তমান সময়ের কবি ও আবৃত্তি শিল্পীদের।

কবিতা ও ইতিহাসের সমন্বয়ে দীর্ঘ বক্তৃতায় অধ্যাপক সুগত বসু দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কবিতা উৎসব। এই উপলক্ষে সেজে উঠেছে রবীন্দ্রসদন চত্বর। রবীন্দ্র সদনের পাশাপাশি একযোগে শিশির মঞ্চ, বাংলা একাদেমি, অবনীন্দ্র সভাঘরেও অনুষ্ঠান চলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট