বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ বাংলাদেশে যাওয়ার আগে অটো দালাল সহ ৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ।
বসিরহাট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে। বসিরহাট ইছামতী ব্রিজ থেকে ৮ জন কে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন দালাল ও বাকী সাত জন বাংলাদেশের নাগরিক। এরা বোম্বাই থেকে বাংলাদেশের যাওয়া উদ্দেশে যাচ্ছিলো। সেই সময় বসিরহাট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বসিরহাট ইছামতী ব্রিজ গিয়ে অটো আটকে জিজ্ঞাসা করলে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অটো, দালাল সহ ৮ জন গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।
৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ
মঙ্গলবার,২৬/০২/২০১৯
451

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: