পথদূর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর


বুধবার,২৭/০২/২০১৯
385

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ পথদূর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর। মৃত পরিক্ষার্থীর নাম সুব্রত সাহা(১৮)। বাড়ি জলঙ্গীর ফরিদপুর রথপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে জলঙ্গীর বাসুদেবপুর সেনপাড়া এলাকা থেকে বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলো। সেই সময় একটি লছিমন ভ্যান(যন্ত্রচালিত ভ্যান)কে উভারটেক করতে গিয়ে রাস্তা স্লিপ করে পড়ে যায়। পিছন থেকে পাথর বোঝাই লছিমন ভ্যান তার শরীরের উপর দিয়ে চলে যায়।

আহত ছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডোমকল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন। আরোও জানা যায় এদিন ফরিদপুর হাইস্কুলের পরিক্ষাকেন্দ্র ছিলো সীতানগর হাইস্কুলে। আর সে ফরিদপুরের ছাত্র ছিলো। ঘটনায় লছিমন ভ্যানটিকে স্থানীয়রা আটকে রাখলেও পলাতক চালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট