ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝড় তুললেন বাটলার


বৃহস্পতিবার,২৮/০২/২০১৯
535

বাংলা এক্সপ্রেস---

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচে ১-১ করে জিতে আছে দুটো দলই। সুতরাং পরের দুটি ম্যাচে খুব জোরদার লড়াই দেখা যাবে তা বলাই বাহুল্য। আজ চথুর্ত একদিনের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান করতে থাকে ইংল্যান্ড। কিন্তু বেষ্ট্র, রুট এবং কিছুক্ষন পর হেলসের উইকেট হারিয়ে রানের গতিতে কিছুটা অংকুশ লাগে ইংল্যান্ডের।

প্রথম দিকে একটু ধীরে খেলতে থাকেন মরগ্যান এবং বাটলার কিন্তু ওভার যত গড়াতে থাকে রানের গতিও তত এগোতে থাকে। ৮৮ বলে ১০৩ রান করে আউট হন মরগ্যান। অন্যদিকে বাটলার কিন্তু থামেননি। ৭৫ বলে ১৩ টি চার ও ১২ টি ছয়ের সাহায্যে ১৫০ রানের এক দুরন্ত ইনিংস খেলেন বাটলার। নির্দিষ্ট ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৪১৮ রান করে ইংল্যান্ড। জবাবে এখনও পর্যন্ত দু উইকেট হারিয়ে ৫০ রানে ওয়েস্টইন্ডিজ। এখন উইকেটে আছেন ক্রিস গেইল এবং ড্যারেন ব্রাভো।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট