পশ্চিম মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পড়ুয়ার


শনিবার,০২/০৩/২০১৯
535

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: উড়িষ্যা থেকে খড়্গপুর আইআইটি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু অভিনব অত্রি ও হরসিৎ চৌল নামে ২ পড়ুয়ার। একি বাইকে থাকা অপর আরোহী ভবানি সিং চৌলকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হলে রাতেই তাকে রেফার করা হয় কলকাতায়। জানা গিয়েছে শুক্রবার রাত ২.৫০ নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর খড়গপুর লোকাল থানার মোহনপুর এর কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের মধ্যে প্রত্যেকেই খড়গপুর আইআইটির ফাইনাল ইয়ারের ৫ম সেমিস্টারের ছাত্র।

কিভাবে দুর্ঘটনাটি ঘটল তার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি রংরুট এ আসার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এক লরির সাথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরোহীদের কারুর মাথাতেই হেলমেট ছিল না। পাশাপাশি ছাত্ররা মদ্যপ ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে অভিনব অত্রির বাড়ি আলিগড়ে, হরষিত চৌলের বাড়ি হরিয়ানাতে এবং ভবানী সিং চৌলের বাড়ি রাজস্থানের বিকানিরে।দুর্ঘটনাটি নিয়ে আইআইটি কর্তৃপক্ষ এখনই কিছু বলতে নারাজ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট