কলকাতা গামী দুটি সরকারি বাসের উদ্বোধন


শনিবার,০২/০৩/২০১৯
469

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সবং বিধানসভার অন্তর্গত বড়িশা থেকে কলকাতা এবং দেহাটি থেকে কলকাতা গামী দুটি সরকারি বাসের উদ্বোধন হল শুক্রবার। এদিন পতাকা দেখিয়ে বাস দুটির উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া। বিধানসভা উপনির্বাচনে সবং কেন্দ্র থেকে জয় লাভ করার পর বিধায়ক গীতা ভূঁইয়া রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কে বড়িশা ও ও দেঘাটি থেকে কলকাতা যাওয়ার জন্য দুটি সরকারি বাসের আবেদন জানান।

গীতা দেবীর সেই আবেদনকে মান্যতা দিয়ে পরিবহন মন্ত্রী দক্ষিণবঙ্গ পরিবহন দপ্তর কে দেঘাটি ও বড়িশা থেকে দুটি বাস চালানোর নির্দেশ দেন। সেই মত আজ বাস দুটি চালু হয়েছে। সাংসদ মানস ভুঁইয়া ও বিধায়ক গীতা ভূঁইয়া বাসে  চড়ে দেঘাটি থেকে রওনা হয়ে যাত্রা শুরু করে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সমাজসেবী বিকাশ ভুঁইয়া, সবং এর বিডিও, দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বিভাগীয় ম্যানেজার ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট