পশ্চিম মেদিনীপুর: শেষ শ্রদ্ধা জানাতে ডাক্তার বাবুর বাড়িতে উপস্থিত হয় অগনিত মানুষ।চোখের জলে বিদায় জানালো বেলদার পরিচিত ডাক্তারবাবু অমলকান্তি ভৌমিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার সকালে বেলদার বাড়িতেই তাঁর মৃত্যু অমলবাবুর। জন্ম নারায়ণগড় থানার কুশবসান গ্রাম পঞ্চায়েতের গৈতা গ্রামে।
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বেলদাবাসীর দাবি,সবসময় মানুষের সেবায় ব্রতী থাকতেন অমলবাবু। কর্ম সূত্রে তিনি বেলদার স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানে শেষ শ্রদ্ধা জানায় পরিবারের সদস্য থেকে গ্রামবাসীরা।