পশ্চিম মেদিনীপুর: প্রায় ৮ঘন্টার তল্লাশি চালিয়ে দাসপুর থানা এলাকার দুটি গ্রাম থেকে কয়েকশ লিটার চোলাই মদ এবং আরও কয়েকশ লিটার মদ তৈরির উপাদান বাজেয়াপ্ত করল পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তর। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে আছে ৩০৬লিটার চোলাই, ৪৯৪০ লিটার চোলাই তৈরির জন্য ব্যাবহৃত উপাদান এবং ২২ টি অ্যালুমিনিয়াম হাঁড়ি। রবিবার সকালে দাসপুর থানার বেলতলা ও আরিট গ্রামে হানা দিয়ে এই সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আবগারি দপ্তর। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে ।
পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তরের হানায় উদ্ধার প্রচুর চোলাই মদ এবং মদ তৈরির উপাদান ও সরঞ্জাম
সোমবার,০৪/০৩/২০১৯
668
বাংলা এক্সপ্রেস---