মনের চোরা কুঠুরিতে;
সিঁধ কেটে ঢুকেছে এক চোর।
সযতনে যারে তালা বন্ধ করে,
রেখেছিলেম জীবনভর।
কত শত এলো, কত শত গেল;
পাইনি এমনটা আর!
কোথা থেকে এলি, কেনই বা এলি!!
হলো যে মনের হার।
কালের বিবর্তনে, ফিকে হয়েছিল
রঙ সব ভালোবাসার।
তোর ছোঁয়ায় ফিরে যে এলো,
জীবনের রঙ বাহার।
তোর হাসিতে মাদকতা আছে,
আমি যে হয়েছি মাতাল।
পাগলামী তুই করিস যখন,
আমি যে তখন পাগল।
তোর কথা যে সুর হয়ে যায়,
হৃদয়ের মাঝে বাজে।
মৃত শরীরের খাঁজ গুলো সব,
তোকেই শুধু খোঁজে।
ভালোতো লেগেছে হাজারবার,
বাসিনিতো আগে ভালো!
তুই যে শেখালী জীবনের মানে,
জ্বালালি প্রেমের আলো।
সংসারী আমি, বিবাগী হয়েছি,
প্রেমেতে পড়েছি আবার!
একজন তুই, তোকেই চাই,
চাইনা প্রেম সবার।
অনন্তকালের পিপাসিত আমি
প্রতিক্ষা করেছি তোর,
সব মায়া-মোহ করেছি ত্যাগ,
সাজাব সুখের বাসর।
আর কেউ তোকে পাবে নাতো আর,
আমার যে কেবল তুই!
ছারখার করে দেব , পৃথিবীর সব
যদি তোকে আমি হারাই।
তোকেই চাই
মঙ্গলবার,০৫/০৩/২০১৯
5384
সাবরিনা খান---