দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
406

বাংলা এক্সপ্রেস---

ইসলামপুর থানায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের কুল্লা গ্রামের বাসিন্দা মুশফিক আলম (৪০) পেশায় মশারি বিক্রেতা নিজের মোটর বাইকে মশারি বোঝাই করে ইসলামপুরে আসছিলেন। পথে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাইকের নিয়ন্ত্রণ রাখতে না পারাতে পেছন থেকে আসা লরিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুশফিক আলমের।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে ইসলামপুর থানার রামগঞ্জ বাসস্ট্যান্ডে মোহাম্মদ ভটুক (৫০) নামে এক ব্যক্তির প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নাওগছ গ্রামের বাসিন্দা। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট