কৃষক আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরে


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
450

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: এবার কৃষক আত্মহত্যা পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালে কেশপুর ব্লক এর আনন্দপুর থানার অন্তর্গত কেশুতগেড়িয়া গ্রামে চিত্ত ডোকরা নামে এক চাষি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। আলুর দাম এবং ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেশপুর সংলগ্ন অঞ্চলে চাষীদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। এমনকি চলতি মাসেই রাস্তায় আলু ফেলে বিষের বোতল হাতে আত্মহত্যার হুমকি দিয়েছিল আলু চাষীরা।

কয়েকদিনের বর্ষা আর আবহাওয়ার ভ্রূকুটিতে এজেলার আলু চাষিরা চরম বিপাকে। পরিবারের দাবি, চিত্ত ডগরা তিন বিঘা জমিতে আলু চাষ করেছিল। কিন্তু চলতি মরসুমে বিঘাপ্রতি ১০ হাজার টাকা ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। একদিকে ঋণের ভার অন্যদিকে জমিতে ক্ষতি সব মিলিয়ে বেশ কয়েকদিন চিন্তায় ছিলেন চিত্ত ডগরা। অবশেষে মঙ্গলবার সকালে চাষ জমি থেকে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট