নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ না হলেও বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গিয়েছে বাসের রিক্যুইজিশন


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
426

বাংলা এক্সপ্রেস---

প্রহর গুনছে দেশের সাধারণ নির্বাচন। শুধু দিনক্ষণ ঘোষনার অপেক্ষায়। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ না হলেও বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গিয়েছে বাসের রিক্যুইজিশন। আবার বহু জায়গায় বাস মালিকদের মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী কাজে ব্যাবহারের জন্য বাস দেওয়ার জন্য। এরই মধ্যে বিভিন্ন বাস মালিক সংগঠন দাবি জানিয়েছে ভোটের জন্য দেওয়া বাসের ভাড়া বাড়ানোর। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পুরনো ভাড়ায় বাস দিলে তাদের লোকসানে পড়তে হচ্ছে।

সাধারণ বাসের ক্ষেত্রে ১৯১০টাকা বাড়িয়ে ৩৫০০ টাকা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে ৩৮০০ করার দাবি জানান তিনি। এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন বলে এদিন জানান তপনবাবু। নির্বাচনের নির্ঘন্ট ঘোষনার আগেই বাসের রিকুইজিশন শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাস সিন্ডিকেটের কর্তারা। শুধু সাধারণ বাস বা দূরপাল্লার বাসই নয়, ভোটের কাজে ব্যাবহারে জন্য মিনিবাস সহ সকল বেসরকারি যানের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সংগঠনগুলি। সেইসঙ্গে স্টাফদের দৈনিক রোজ বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট