প্লাস্টিক মুক্ত শহর গড়তে জুট ব্যাগ বিতরণ


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
627

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: প্লাস্টিক মুক্ত শহর গড়তে আজকে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা শিবির ও জুট ব্যাগ বিতরণ করা হলো। শহরবাসীর কাছে আবেদন করা হল তারা যেন পলি ব্যাগ ব্যবহার না করে এবং যেখানে সেখানে পলিব্যাগ না ফেলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রশাসক তথা এস ডি ও দীননারায়ন ঘোষ ও প্রাক্তন পৌরপিতা তথা জেলা পরিষদের মেন্টর প্রণব বসু এবং সমস্ত ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর।

প্রত্যেক ওয়ার্ড এর চারজন করে মোট 100 জনকে এই জুট ব্যাগ প্রদান করা হয় এবং পরে পৌরসভার কর্মী প্রত্যেক ওয়ার্ড এর সমস্ত বাড়িতে গিয়ে ব্যাগ প্রদান করিয়া আসিবে এবং যে সমস্ত দোকানদার পলি স্টক করে রাখবে তাদেরকে ২৫০ টাকা ফাইন করা এবং যে সমস্ত ব্যক্তি হাতে করে পলি ব্যাগ নিয়ে যাবে তাদের জন্য 50 টাকা ফাইন করা হবে। অনুষ্ঠানের মূল কর্মসূচী হলো পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা। এখন দেখার বিষয় এই অনুষ্ঠানের পর মানুষের মনে কতটা সচেতনতা আসে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট