বাংলাএক্সপ্রেস, ওয়েবডেস্কঃ বড়মায়ের মৃত্যু কে ঘিরে যখন শোকে আকুল মতুয়া সম্পদায় সহ সকল শ্রেণির মানুষ, ঠিক তখনিই ঠাকুমার মৃত্যু নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর৷ ৷ তিনি সংবাদ মাধ্যম কে বলেন, ‘‘বড়মাকে খুন করা হয়েছে৷ মেডিক্যাল বোর্ড বসিয়ে মৃত্যুর কারণ জানা হোক৷’’। পাশাপাশি বড়মায়ের মৃত্যুর কারণ জানতে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি৷ অসুস্থ বড়মাকে হাসপাতালে ভরতি করা নিয়েও রাজ্যের শাসকদল রাজনীতি করেছে বলে অভিযোগ করেন বিজেপি ঘনিষ্ট শান্তনু ঠাকুর৷ উল্লেখ্য এদিন রাত ৮টা বেজে ৫২ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন বীনাপাণি দেবী৷
বড়মায়ের মৃত্যুর কারণ জানতে সিবিআই তদন্তের দাবি নাতি শান্তনুর
বুধবার,০৬/০৩/২০১৯
728