বেলপাহাড়ি: কেন্দুপাতা সংগ্রহকারীরা যাতে নির্ধারিত দাম পেতে পারে এজন্য উদ্যোগী হয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার বেলপাহাড়িতে জেলাশাসকা আয়েষা রানি এ কেন্দুপাতা সংগ্রহকারী ও ল্যাম্পসের আধকারিক ও বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মিটিং করেন। সেখানে ল্যাম্পসের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। এমনকি কেন্দুপাতা সংগ্রহকারীদের ল্যাম্পসে এসে কেন্দুপাতা বিক্রি করার কথা বলা হয়।
যাতে তাঁরা নির্ধারিত দাম পান। কারণ, কেন্দুপাতা সংগ্রহকারীদের কাছে গিয়ে ফড়েরা কম দামে পাতা কিনে নেয়। এরফলে কেন্দুপাতা সংগ্রহকারীরা নির্দিষ্ট দাম থেকে বঞ্চিত হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে মানুষজন ভালো পাতা তুলতে পারেন না। জেলা প্রশাসন সূত্রে খবর, কেন্দুপাতা সংগ্রহকারীরা সামাজিক সুরক্ষা স্কীম জানতে পারছে না। এই আওতায় এলে তাঁরা সরকারি নান সুযোগ সুবিধা পাবেন।
বেলপাহাড়ির প্রতিটি গ্রামে গিয়ে ল্যাম্পেসর ম্যানেজার গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। মঙ্গলবার জেলাশাসক বেলাপাহাড়ির জোরাম গ্রামে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও তাঁরা যাতে নির্দিষ্ট দাম পেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Auto Amazon Links: No products found.