সব্জি দ্রুত পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের বিতরণ করা হল রিকশা ভ্যান


বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
469

বাংলা এক্সপ্রেস---

গোপীবল্লভপুর: সব্জি উৎপাদনের পর তার বাজার ও সংরক্ষণ করার জন্য উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষকদের সুবিধার জন্য রিকশা ভ্যান দিতে উদ্যোগী হয়েছেন। যাতে কৃষকরা সহজেই জমি থেকে সব্জি বাজারে এবং সংরক্ষণ করতে পারেন। ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুরে সুবর্নরেখা নদীর দুধারে প্রচুর পরিমান সব্জি ও ফসল উৎপাদন হয়।

যাতে ওই সব্জি পচন না ধরে এবং দ্রুত কিষান মাণ্ডিতে পৌঁছাতে পারেন গোপীবল্লভপুর ১ ব্লকের ১০ জন চাষীর হাতে রিকশা ভ্যান তুলে দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলায় মোট ৮০ জন চাষিকে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাসাশক কৌশিককুমার পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ তপন ব্যানার্জি, গোপীবল্লভপুরের বিডিও প্রমুখ। ঝাড়গ্রাম এগ্রিকালচার দপ্তরের দেবাশিষ মুখোপাধ্যায় বলেন,’দ্রুত সংরক্ষনের অভাবে ২৫ থেকে ৩০ শতাংশ ফল ও সব্জি নষ্ট হয়ে যেত। এরফলে তা রোধ করা সম্ভব হবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট