শিক্ষার ‘ফেরিওয়ালা’ বেলপাহাড়ির মাস্টারমশাই বিরোচন মাসান্ত


বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
458

বাংলা এক্সপ্রেস---

বেলপাহাড়ি: কথায় আছে শিক্ষার শেষ নেই। আর সেই কাজটি করে চলেছেন বিরোচন মাসান্ত। তাঁর বাড়ি বেলপাহাড়ি ব্লকের গন্ডাপাল গ্রামে। তিনি আস্থাজুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর থেকেই খুদে পড়ুয়াদের জন্য কাজ করে চলেছেন।

খুদে পড়ুয়াদের জন্য তিনি প্রায় চার হাজার পাঁচশোর বেশি শব্দ নিয়ে সহজ ভাবে বাংলা বর্ণমালা শেখার জন্য ‘আমার বই’ এবং ‘সহজ বই’ নামে দুটি বই প্রকাশ করেছেন। এলাকার খুদে পড়ুয়াদের হাতে বিনামূল্যে ওই বই গুলি বিতরণ করছেন। তিনি বলেন,’এলাকার খুদে পড়ুয়ারা যাতে সহজে বাংলা শিখতে পারে তার জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি। ওদের কিছু লাগলেই আমার কাজের সার্থকতা পাবে।’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট