পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে পথ দুর্ঘটনায় আহত ২


রবিবার,১০/০৩/২০১৯
461

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: খাকুড়দার আসদা মোড়ে লরির ধাক্কায় গুরুতর আহত হেলমেটহীন বাইক চালক ও আরোহি। তাদের প্রথমে বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা অাশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রচারেই শুধু পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প, আদপে কতটা সচেতন সাধারণ মানুষ!

সূত্রের খবর, বেলদা থেকে খাকুড়দা গামী একটি লরির ধাক্কায় আহত হন মোটরবাইক চালক ও আরোহী। ঘটনা টি ঘটেছে বেলদা থানার খাকুড়দা আসদা মোড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনায় আহতদের কারোর মাথায় হেলমেট ছিল না। আহত দুই ব‍্যক্তির নাম সোমনাথ ঘোড়াই ,বাড়ি সারসা ও শ‍্যামপদ সাঁতারা, বাড়ি তঁরুয়া।

বেলদা থানার পুলিশ ও স্থানীয় দের প্রচেষ্টায় আহতদের বেলদা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যান চলাচল ব্যহত হয় বেলদা কাঁথি গামি রাজ্য সড়ক। পরে বেলদা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও যান চলাচল নিয়ন্ত্রনে আনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট